× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি দখলের চেষ্টায় মামলা দিয়ে হয়রানি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৪০ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৭:৪৮ পিএম

জমি দখলের চেষ্টায় মামলা দিয়ে হয়রানি

লক্ষ্মীপুরের কমলনগরে জোরপূর্বক জমি দখল নিতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে ফাহমিদা খানম নামে এক কলেজশিক্ষিকার বিরুদ্ধে। তিনি রাজধানীর মির্জা আব্বাস কলেজের প্রভাষক ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরকলাকোপা গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে প্রতিকার চেয়ে ভুক্তভোগী একেএম আজাদ উদ্দিন গত ২৭ অক্টোবর লক্ষ্মীপুর পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার করুনানগর বাজারের রিতা সিনেমা হলসংলগ্ন এলাকায় ২০০৮ সালের মার্চ মাসে চরজাঙ্গালিয়া মৌজার ৩৬৬৮৩-৩৬৬৮৪ নম্বর দাগের ৪ শতক জমি জয়গোপাল গংদের কাছ থেকে ক্রয়সূত্রে মালিক হন আজাদ উদ্দিন। কিন্তু ফাহমিদা খানম ও মোহাম্মদুল্লাহ ফকির নামের দুই ব্যক্তি ওই জমিটি নিজেদের দাবি করে দখলে নেওয়ার চেষ্টা চালান। আওয়ামী লীগ শাসনামলে ফাহমিদা খানমের স্বামী মো. রাসেল বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হওয়ায় তখন আওয়ামী লীগের প্রভাব দেখিয়ে জায়গাটি দখলেরও চেষ্টা করেন। কিন্তু সরকার পরিবর্তনের পর ফাহমিদা খানম নিজে মির্জা আব্বাস কলেজের প্রভাষক হওয়ার সুবাদে বিএনপির প্রভাব বিস্তার করে আবারও ওই জায়গাটি দখলে নিতে ভুক্তভোগী পরিবারটিকে নানা হয়রানি করছেন। ওই জমি নিয়ে বর্তমানে চারটি মামলা আদালতে চলমান থাকলেও আদালতকে উপেক্ষা করে জমিটি দখলে নিতে গত ৮ অক্টোবর ভিত্তিহীন একটি অভিযোগে ভুক্তভোগী আজাদ উদ্দিনের ছেলে মোহাম্মদ খোকনকে গ্রেপ্তারও করান ফাহমিদা খানম। 

অভিযোগকারী আজাদ উদ্দিন বলেন, ‘সাজানো একটি মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানি করছে ফাহমিদা খানম ও মোহাম্মদুল্লাহ ফকির। আমরা প্রশাসনের কাছে সঠিক তদন্তের দাবি জানাই।’ 

অভিযোগ অস্বীকার করে শিক্ষিকা ফাহমিদা খানম বলেন, ‘ওই দাগে তাদের কোনো জমি নেই। তাদের অনেক আগেই আমরা ক্রয় করেছি। এরা আমার কাছে চাঁদা দাবি করেছে। আমার ঘর দখলে নিতে উল্টো আমাদের হয়রানি করছে আজাদ ও তার ছেলে খোকন।’

এ বিষয়ে জানতে লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) মো. আকতার হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে কয়েকবার সংযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

কমলনগর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালত নির্ধারণ করবে জমির মূল মালিক কে। তবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা