রাঙামাটি প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৩:২৯ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪ ১৩:৩৯ পিএম
রাঙামাটির সাজেকে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলির ঘটনায় খাগড়াছড়ি ফিরতে পারেননি ৪ শতাধিক পর্যটক। এ ঘটনার পর পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় আজ বুধবার (৪ ডিসেম্বর) সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জোবাইদা আক্তারের সই করা আদেশে এ তথ্য জানানো হয়েছে।
খাগড়াছড়ির জিপ গাড়ির এক লাইনম্যান জানান, মঙ্গলবার সকালে ৪ শতাধিক পর্যটক নিয়ে খাগড়াছড়ি থেকে ২৫-৩০টি গাড়ি সাজেক গেছে। কিন্তু সেখানে দুই আঞ্চলিক দলের মধ্যে কয়েক দিন ধরে গোলাগুলি চলছে। তাই পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিকালে কোনো গাড়ি সাজেক থেকে খাগড়াছড়ি আসেনি।
জানা গেছে, সাজেক ও মাচালংয়ের ৭ নম্বর ওয়ার্ডের শীপপাড়ায় এ গোলাগুলি ঘটে; যা পর্যটন কেন্দ্র থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এ কারণে পর্যটকবাহী গাড়িগুলো সাজেক ছেড়ে যায়নি। রাতে ৪ শতাধিক পর্যটক সাজেকে অবস্থান করেছে।
এদিকে জেলা প্রশাসনসূত্রে জানা গেছে, বুধবার সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দুই আঞ্চলিক দলের গোলাগুলির কারণেই এমন আদেশ দেওয়া হয়। পরিস্থিতি বিবেচনা করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। আটকে পড়া পর্যটকদের নিরাপদে বুধবার ফিরিয়ে আনা হবে।
কয়েক দিন ধরে সাজেক ও মাচালং এলাকায় সন্তু লারমা জেএসএস ও প্রসীত গ্রুপ ইপিডিএফের মধ্যে দফায় দফায় গোলাগুলি ঘটছে। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।