× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে বাসচাপায় নিরাপত্তা কর্মী নিহত, ৩ বাসে আগুন

গাজীপুর ও টঙ্গী প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ২২:৩২ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ২২:৪৫ পিএম

গাজীপুরে বাসচাপায় নিরাপত্তা কর্মী নিহত, ৩ বাসে আগুন

গাজীপুরে বাসের চাপায় গার্মেন্টসের এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। এ সময় তিনটি বাসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন তারা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে কুনিয়া তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি ট্রাফিক) ইব্রাহিম খলিল প্রতিদিনের বাংলাদেশকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নিরাপত্তা কর্মীর নাম মুন্না। ওই এলাকার অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেডের নিরাপত্তা কর্মী ছিলেন তিনি। তার বাড়ি ঝিনাইদা জেলার মহেশপুর থানা এলাকায়।

অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেডের ম্যানেজার (এডমিন) আবুল হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সন্ধ্যায় কারখানা ছুটির পর শ্রমিকরা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় আজমেরি পরিবহনের একটি বাস দ্রুত গতিতে এসে নিরাপত্তা কর্মী মুন্নাকে চাপা দেয়। সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ ঘটনায় কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা তারগাছ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আজমেরিসহ তিনটি বাসে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও একাধিক গাড়ি ভাঙচুর করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

এ দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হলেও মাঝপথ থেকে ফিরে গেছে।

টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বরত রাজিব বলেন, ‘আমাদের দুটি দল খবর পেয়ে ঘটনাস্থলে রওনা হয়েছিল। কিন্তু পথে গিয়ে যানজট ও গাড়ি ভাঙচুর দেখে ফিরে এসেছে।’

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার শাহিন আলম বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল ত্যাগ করি। আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।’

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের এএসপি মোশারফ হোসেন বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে তাদের সড়ক থেকে সরিয়ে নেওয়া হবে। আপাতত যান চলাচল বন্ধ রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা