গৌরনদী (বরিশাল) সংবাদদাতা
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ২১:০৬ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ২১:৪৫ পিএম
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাটাজোর ইউনিয়নের বিএনপির সদস্য আলআমিন চাপরাশির সঙ্গে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজীব হাওলাদারের বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে নোয়াপাড়া গ্রামের একটি চায়ের দোকানের সামনে রাজীব হাওলাদারের নেতৃত্বে আল আমিনের ওপর হামলা চালায়। এর জের ধরে উভয়পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হন। তাদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আল আমিন চাপরাশির অভিযোগ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজীব হাওলাদার, ইউনিয়ন বিএনপির সদস্য দুলাল সরদার, যুবদল সদস্য লোকমান বেপারী ও জুয়েল এলাকায় দখল, চাঁদাবাজিসহ অসামাজিক কার্যক্রম চালিয়ে আসছিল। প্রতিবাদ করায় আমার ওপর ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। তাদের নেতৃত্বে ২০-২৫ জন দেশীয় অস্ত্র, পিস্তল, শটগান, হকিস্টিক দিয়ে হামলা করে পিটিয়ে আমার বাম পা ভেঙে দেয়। আমাকে রক্ষায় এগিয়ে এলে আলাউদ্দিন সরদার বাবুলকে, লিটন সরদার ও জয়সহ ৬ জনকে পিটিয়ে আহত করেছে।
অভিযোগ অস্বীকার করে রাজীব হাওলাদার বলেন, হামলার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আল আমিন তার সন্ত্রাসী সমর্থকদের নিয়ে হামলা চালিয়ে দুজনকে আহত করেছে।
গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের কথা শুনেছি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।