খুলনা অফিস
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ২১:০২ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ২১:০৭ পিএম
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন ছাড়া সব নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। নির্বাচনী দল হিসেবে আমাদের প্রস্তুতি রয়েছে। আমাদের বক্তব্য আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান পরিষ্কার করেছেন, ন্যূনতম যে সংস্কার দরকার, আমরা চাই এ সংস্কারগুলো দ্রুত করা দরকার। যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেওয়া উচিত।
শনিবার (৩০ নভেম্বর) বিকালে খুলনার ইস্টার্ন জুট মিলস অডিটোরিয়ামে খানজাহান আলী থানা জামায়াতের এক কর্মিসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্ট অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে সংবিধান, নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন, স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক অধিকার, নারীবিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কারে কমিশন গঠন করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর ধরে দেশকে ধ্বংস করা হয়েছে। এ দেশের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বীজ বপন করা হয়েছে। একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ উপহার দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
খানজাহান আলী থানা জামায়াতের আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সি মইনুল ইসলাম ও গাওসুল আযম হাদী, মিডিয়া ও প্রচার সেক্রেটারি শেখ সিরাজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, ফুলতলা উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলীম মোল্লা, মাওলানা সাইফুল ইসলাম খান, খানজাহান আলী থানা সেক্রেটারি গাজী মোর্শেদ মামুন, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ বেলাল হোসাইন রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে শিরোমনি ইমামবাড়ি স্কুলমাঠ, চিংড়িখালী বাজার, মশিয়ালী মীনা বাজার, পথের বাজার, ইস্টার্ন গেট, আফিল গেট, গিলাতলা পাকার মাথা, শিরোমনি শহীদ মিনার চত্বরসহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী পথসভা অনুষ্ঠিত হয়।