দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ২০:৫১ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ২১:০০ পিএম
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ‘ধর্মের ভাই’ সম্বোধন করে কৌশলে এক ব্যক্তিকে অপহরণ করেছে একটি চক্র। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পশ্চিম কাঁঠালতলী (কাদের টিলা) এলাকায় এই ঘটনা ঘটে।
গত শুক্রবার বিকালে অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে দীঘিনালা থানা পুলিশ। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।
উদ্ধার মিজানুর রহমান নেত্রকোণার বারহাট্টার উজানগাঁও গ্রামের বাসিন্দা। এ ঘটনায় আটক মো. রফিক পশ্চিম কাঁঠালতলী (কাদের টিলা) এলাকার বাসিন্দা। পরে মিজানুর রহমানের করা অপহরণ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
শনিবার (৩০ নভেম্বর) দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অপহৃত মিজানুরের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করে। পরে মোবাইল নম্বরের মাধ্যমে লোকেশন শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনাস্থল থেকে মো. রফিক নামে একজনকে আটক করা হয়। তাকে অপহরণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। অন্যরা কৌশলে পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মামলা সূত্রে জানা যায়, মিজানুর রহমান বৃহস্পতিবার বিকালে তার স্বজন মো. ফারুকের বাসায় বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে দীঘিনালায় আসে। কিন্তু ফারুকের মোবাইল বন্ধ পাওয়ায় কয়েকজনের কাছে ঠিকানা জানতে চান। এ সময় শহিদুল হোসেনের সঙ্গে পরিচয় হয়। সে মিজানুর রহমানকে তাৎক্ষণিক ‘ধর্মের ভাই’ বলে কৌশলে বাসায় নিয়ে যায়। এরপর রাতের খাওয়াদাওয়া শেষে মিজানুর ঘুমিয়ে পড়েন। সকাল ৭টায় চলে আসতে চাইলে শহিদুলসহ ৫ জন মিলে তাকে মারধর করে। তার পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করে। আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে মেরে ফেলার হুমকি দেয়।