ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ২০:৪৭ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ২০:৫৫ পিএম
কিশোরগঞ্জের ভৈরবে মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন নিষিদ্ধ যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। শনিবার (৩০ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে নিউটাউন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন ভৈরব হাইওয়ে থানা পুলিশ।
অভিযানে ১০টি সিএনজিচালিত অটোরিকশা আটক করে গাড়ির নম্বর, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মামলা দেওয়া হয়েছে।
ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাজু মিঞা বলেন, নরসিংদীর ইটাখলা, ভৈরব ও বাজিতপুরের পিরিজপুর পর্যন্ত আমাদের সীমানা। আঞ্চলিক সড়কে সকল ধরনের যান চলাচল করলেও মহাসড়কে কোনো প্রকার সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা নিষিদ্ধ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করে ১০টি সিএনজি আটক করে মামলা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কে ভৈরব, মাহমুদাবাদ, নারায়ণপুর, বারৈচা ও মরজাল পর্যন্ত দেদারসে চলাচল করে সিএনজিচালিত অটোরিকশা। এতে প্রতিদিনই ঘটছে ছোটবড় দুর্ঘটনা। অনেক সময় সিএনজিকে বাঁচাতে গিয়ে বড় বড় গাড়ির একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রায়ই ঘটে হতাহতের ঘটনা। এদিকে মহাসড়কে সিএনজি চলাচলে বাধা দিলে নরসিংদীর-ঢাকা মহাসড়কে পুলিশের সঙ্গে হট্টগোল করে সিএনজিচালকরা।