গোপালগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ২০:১৪ পিএম
‘গণতন্ত্র, ন্যায়বিচার, উন্নয়ন ও শান্তি’ স্লোগান সামনে রেখে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বিজিপি) নামে একটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। শনিবার (৩০ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ শহরতলির চাপাইলের মধুমতি পার্ক চত্বরের একটি ভবনে সংবাদ সম্মেলন করে নতুন সংগঠনের আত্মপ্রকাশের বিষয়ে জানান নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের আহ্বায়ক সাইফুর রশিদ চৌধুরী। তিনি জাসদের (ইনু) গোপালগঞ্জ জেলার সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় কমিটির সদস্য ছিলেন। তিনি রাষ্ট্র সংস্কার ও গণতান্ত্রিক ব্যবস্থা সুদৃঢ়করণের লক্ষ্যে দলের ৩২ দফা প্রস্তাবনা পেশ করেন। প্রস্তাবনার উল্লেখযোগ্য বিষয়গুলো হলো, জনগণের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন, সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীকে স্ব স্ব দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে নির্বাচিত হওয়ার পর দলীয় মনোনয়নদান, ব্লু-ইকোনমি থেকে জাতীয় আয় বৃদ্ধি, চাকরি নিয়োগবিধি স্বচ্ছ ও নিরপেক্ষ করা, শিক্ষাব্যবস্থা যুগোপযোগী ও আধুনিকীকরণ করা, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করা, রাস্তার ওপর মিটিং মিছিল করতে না দেওয়া, সুদের হার ১০%-এর মধ্যে রাখা, চাকরিজীবী ও শ্রমিকদের ন্যূনতম বেতন ধার্য করা, মিডিয়ার সাহায্যে জনগণের মতামত সাপেক্ষে হরতাল করা ইত্যাদি।
সাইফুর রশিদ চৌধুরী আরও বলেন, প্রাথমিকভাবে ১০ জেলায় আমাদের কার্যক্রম শুরু করেছি। চার সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়েছে। আগামী দিনে ঢাকায় কেন্দ্রীয়ভাবে অফিস করব। এ সময় কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও জাসদের সাবেক জেলা কোষাধ্যক্ষ জুলিয়াছ খান ঠাকুর, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ জাসদের (আম্বিয়া) জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক ও চন্দ্রিমা শিল্পী গোষ্ঠীর সভাপতি শেখ ফরিদ আহমেদ এবং কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ইয়ার আলী উপস্থিত ছিলেন।