× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লার নামে শিগগিরই বিভাগ করা হবে : আসিফ মাহমুদ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ২০:০৩ পিএম

কুমিল্লার নামে শিগগিরই বিভাগ করা হবে : আসিফ মাহমুদ

কুমিল্লার নামে শিগগিরই বিভাগ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, পলাতক সরকার কুমিল্লাকে নিয়ে কটূক্তি করেছে। কুমিল্লার সঙ্গে বৈষম্য করে বিভাগ থেকে বঞ্চিত করেছে। অতি শিগগিরই কুমিল্লার নামে বিভাগ করা হবে।

শনিবার (৩০ নভেম্বর) কুমিল্লার ‍মুরাদনগরে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন, জুলাই বিপ্লবের শহীদদের রক্তের ঋণ শোধ করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ দেশে আর কোনো স্বৈরাচারকে দাঁড়াতে দেওয়া হবে না। তিনি বলেন, মুরাদনগর উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। আগামীতে উপজেলার শিক্ষা, স্বাস্থ্য ও সড়ক উন্নয়নে কাজ করা হবে। 

মুরাদনগর উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, উপজেলা ছাত্র সমন্বয়ক ও নানা শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে এ গণসংবর্ধনা দেওয়া হয়। কেন্দ্রীয় সমন্বয়ক তরিকুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেনÑ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. নাসের, উপজেলা জামায়াতের আমির মাওলানা আ ন ম ইলিয়াস, সাবেক আমির মনসুর মিয়া, কাজী জুন্নুন বশরী, আয়োজক কমিটির সদস্য জাহের মুন্সী, মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি এমএম মফিজুল ইসলাম, হেফাজতে ইসলাম মুরাদনগর উপজেলা নেতা মুফতি সাদেকুল ইসলাম, তালীমে হিজবুল্লাহ প্রতিনিধি হাফেজ কামরুল হাসান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুল হক জর্জ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নুরুল মোমেন খান, বিএনপি নেতা মিনহাজুল হক, সমন্বয়ক ওবায়দুল হক প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা