× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমরা ব্যর্থ হলে খুনি হাসিনা কারও অস্তিত্ব রাখবে না : সারজিস আলম

ময়মনসিংহ (শহর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ২০:০১ পিএম

আমরা ব্যর্থ হলে খুনি হাসিনা কারও অস্তিত্ব রাখবে না : সারজিস আলম

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ‘যে লক্ষ্য নিয়ে আমরা জুলাই আন্দোলনে রক্ত দিয়েছি, তা সফল করতে সবাইকে একত্রে কাজ করতে হবে। কিন্তু হাসিনার দোসররা নানাভাবে বাধা সৃষ্টি করছে। আমরা যদি ব্যর্থ হই, তাহলে খুনি হাসিনা আমাদের কারও অস্তিত্ব রাখবে না।’

 শনিবার (৩০ নভেম্বর) ময়মনসিংহে তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘কালো শকুনের নজর এখনও যায়নি, স্বৈরাচারের দোসররা রয়ে গেছে। অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পাঁয়তারা চলছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। বেঁচে থাকলে শহীদ পরিবারের কোনো সদস্যের গায়ে আঁচড় লাগতে দেব না।’ তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, গুলি করার ভিডিও ফুটেজ, ছবি আছে, তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। সে ছাত্রলীগ, আওয়ামী লীগ কিংবা পুলিশ সদস্য যে-ই হোক। কোনোভাবে ছাড় দেওয়া যাবে না।’

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ময়মনসিংহ বিভাগে শহীদ হন ৯৩ জন। এর মধ‍্যে প্রাথমিকভাবে ৫৫ জন শহীদের পরিবারের হাতে ৫ লাখ টাকা করে চেক তুলে দেওয়া হয়। পর্যায়ক্রমে বাকিগুলো বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। 

অনুষ্ঠানে ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর স্নিগ্ধ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, জেলা প্রশাসক মুফিদুল আলম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা