মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ১৯:৪৭ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ১৯:৪৯ পিএম
বাগেরহাটে মোরেলগঞ্জে একটি আবসিক ভবনের গ্রীল কেটে দুটি ফ্ল্যাটে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় এক ফ্ল্যাটে মা ও মেয়ের হাত-পা বেঁধে ডাকাতি করা হয়েছে। দুই ফ্ল্যাট মিলে নগদ টাকাসহ প্রায় লাখ টাকার মালামাল লুট হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মোরেলগঞ্জ পৌর শহরের আদর্শপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার (৩০ নভেম্বর) সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ফ্ল্যাটের পূর্ব পাশের জানালার গ্রীল কেটে ৩ জন মুখোশধারী ঘরে প্রবেশ করে। এ সময় বাসায় থাকা গৃহকর্তা আশিষ কুমারের স্ত্রী স্বপ্না দাস ও তার মেয়ে অথৈ দাসের হাত-পা ও মুখ বেঁধে ধারালো অস্ত্র ঠেকিয়ে মারপিট করে। পরে ঘরে থাকা নগদ ১৬ হাজার টাকা, সাড়ে ৩ ভরি ওজনের রুপার অলংকারসহ প্রায় ৬০ হাজার টাকার মালামাল নিয়ে যায়।
একই দুর্বৃত্তরা পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া মধ্য গুয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক অপূর্ব সাহা অপুর ঘরের দরজা কেটে ঘরে প্রবেশ করে। নগদ ১৫ হাজার টাকা, স্বর্ণালংকার মনে করে তার মেয়ের নৃত্যের নানা ইমিটেশনের অলংকারসহ প্রায় ৩০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। এ সময় ওই স্কুল শিক্ষকের পরিবারের কেউ বাড়িতে ছিলেন না।
ভুক্তভোগী অথৈ দাস বলেন, জানালার গ্রীল কেটে ৩ জন মধ্য বয়সী লোক ঘরে ঢোকে। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। শাড়ি ও ওড়না দিয়ে আমাদের হাত পা ও মুখ বেঁধে মারপিট করে টাকা ও স্বর্ণালংকারের সন্ধান চায় তারা। প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর মালামাল লুট করে নিয়ে যায় তারা।
এ বিষয় মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কে এম শওকত হোসেন বলেন, আদর্শপাড়ায় গ্রীল কেটে মালামাল নিয়ে যাওয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে।