× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় ইটভাটা ও কারখানায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

সাভার প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ১৯:৩০ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ১৯:৩২ পিএম

আশুলিয়ায় ইটভাটা ও কারখানায় অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

সাভারের আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে অবৈধভাবে ইটভাটা স্থাপনসহ লাইসেন্সবিহীন ব্যাটারি উৎপাদন করায় দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৩০ নভেম্বর) সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকার মেসার্স  হালাল  ব্রিকস-২, মেসার্স এস আর এম ব্রিকস ও বিকালে আশুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু সড়কের চায়না কিনলং ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড নামের ব্যাটারি ফ্যাক্টরিতে এই অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মো. জুবায়ের।

এ সময় আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মো.  জুবায়ের জানান, দীর্ঘদিন ধরে শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় মেসার্স  হালাল ব্রিকস-২, মেসার্স এস আর এম ব্রিকস অবৈধভাবে ইট প্রস্তুত ও ইটভাটা স্থাপন করে আসছিল। খবর পেয়ে আজ বিকালে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ( নিয়ন্ত্রন) আইন, ২০১৩ এর ১৮ (১) ধারা মোতাবেক মেসার্স  হালাল  ব্রিকস-২ কে ২ লাখ টাকা ও মেসার্স এস আর এম ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

এছাড়া আশুলিয়া থানার আশুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু সড়কে চায়না কিনলং ইন্ডাস্ট্রি কোম্পানি লিমিটেড নামের একটি কারখানা লাইসেন্সবিহীন ব্যাটারি উৎপাদন ও মজুদ করে আসছিল। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক কারখানাটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় আশুলিয়া থানার পুলিশ সদস্য ও স্থানীয় প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা