× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খোলা আকাশের নিচে মাদ্রাসার পাঠদান

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ১৭:৩০ পিএম

খোলা আকাশের নিচে মাদ্রাসার পাঠদান

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের দক্ষিণ বলইবুনিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণের জন্য পুরোনো ভবন অপসারণ করা হয়। কাজ শেষ না হওয়া পর্যন্ত পাশের সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ব্যবহারের জন্য নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তবে সেই নির্দেশনা অমান্য করার অভিযোগ উঠেছে প্রাথমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বর্তমানে খোলা আকাশের নিচে পরীক্ষা ও পাঠদান চলছে ওই মাদ্রাসায়। 

জানা গেছে, দক্ষিণ বলইবুনিয়া দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণের জন্য পুরোনো ভবন ভেঙে ফেলায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম পরিচালনায় সংকট দেখা দেয়। সংকট নিরসনে পাশের নবনির্মিত দক্ষিণ বলইবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নিচতলা সাময়িক ব্যবহারের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেন মাদ্রাসার সুপার। ইউএনও তা মঞ্জুর করে আবেদনপত্রে স্বাক্ষর করে অনুমতি দেন। কিন্তু এতে বাধা দেন ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন। বাধ্য হয়ে গত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষকরা মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন খোলা আকাশের নিচে। 

খোঁজ নিয়ে জানা গেছে, বলইবুনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীর সংখ্যা ৩৫০ জনের বেশি।

মাদ্রাসা সুপার মোহাম্মদ আব্দুল মালেক বলেন, ‘আমরা শিক্ষকরা ইউএনওর অনুমতিপত্র নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেনের কাছে যাই। শিক্ষার্থীদের পাঠদানের জন্য তাকে প্রাথমিক বিদ্যালয় ভবনের নিচতলা সাময়িক ব্যবহার করার জন্য অনুরোধ করি। কিন্তু প্রধান শিক্ষক কোনোক্রমেই তার বিদ্যালয় ভবনের নিচতলা ব্যবহার করতে দেননি।’ 

অভিযোগের ব্যাপারে দক্ষিণ বলইবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেন বলেন, ‘আমি অনুমতি দেওয়ার কেউ নই। আমার কর্তৃপক্ষ উপজেলা শিক্ষা কর্মকর্তা। তারা অনুমতি না দিলে আমার কিছু করার নেই।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনের নিচতলা মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠদানে ব্যবহারের জন্য লিখিত অনুমতি দিয়েছি এবং প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ফোনে না পেয়ে সহকারী এক শিক্ষককে আমি মৌখিকভাবে বিষয়টি বলেছি। তার পরও কেন দেওয়া হয়নি তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা