× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে ফের অপহরণ: ধরে নিয়ে যাওয়া ৬ শ্রমিকের ৩ জন নিখোঁজ

কক্সবাজার অফিস

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ১৬:০৭ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ১৬:০৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ঢালায় অস্ত্রের মুখে জিন্মি করে ট্রাকের ছয় শ্রমিককে অপহরণ করেছে দূর্বৃত্তরা। ঘটনার পর পুলিশের অভিযানের মুখে তিনজনকে ছেড়ে দিলেও অপর তিনজন এখনও নিখোঁজ রয়েছে। তবে অপহৃতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং-শামলাপুর রুটের বাহারছড়া ঢালায় এ ঘটনা ঘটে।

বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. দস্তগীর হোসেন প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে দস্তগীর হোসেন বলেন, সকালে টেকনাফের হোয়াইক্যং স্টেশন থেকে ট্রাকে করে ৭/৮ জন শ্রমিক শামলাপুর যাচ্ছিল। পথিমধ্যে বাহারছড়া ঢালা নামক এলাকায় পৌঁছলে অজ্ঞাত একদল অস্ত্রের মুখে গাড়িটি থামায়। পরে গাড়িতে থাকা সহকারিসহ ছয়জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। স্থানীয়রা খবরটি পুলিশকে অবহিত করলে তাৎক্ষণিক অভিযান শুরু করে। পুলিশের অভিযানের একপর্যায়ে দূর্বৃত্তরা তিনজনকে ছেড়ে দিলেও অপর তিনজনের সন্ধান পাওয়া যায়নি।

দূর্বৃত্তরা অপহৃতদের জিন্মি রেখেছে নাকি ছেড়ে দিয়েছে এ ব্যাপারে নিশ্চিত হতে না পারলেও পুলিশ তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

পরিদর্শক দস্তগীর হোসেন আরও জানান, কারা কি কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পুলিশ কাজ করছে।

কক্সবাজার জেলা পুলিশ ও ভোক্তভোগীদের তথ্য বলছে, এ নিয়ে গত ১ বছর ২ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৪৩ জনের অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৮৬ জন স্থানীয় বাসিন্দা, ৫৬ জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৯ জন মুক্তিপণ আদায় করে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে।

টেকনাফ থানার তথ্য মতে, ২০২৪ সালের ১৮ আগস্ট থেকে নভেম্বরের এই পর্যন্ত টেকনাফ থানায় অপহরণের মামলা হয়েছে ১৩টি। এসব মামলায় আসামির সংখ্যা অন্তত ৬০। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা