× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মিলল গুলিবিদ্ধ তরুণীর লাশ

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ১২:০৩ পিএম

আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ১৭:১৫ পিএম

নিহত তরুণী সাহিদা আক্তার। ছবি: সংগৃহীত

নিহত তরুণী সাহিদা আক্তার। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সড়ক থেকে এক তরুণীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টার দিকে শ্রীনগরের দোগাছি সার্ভিস সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃত ওই তরুণীর নাম সাহিদা আক্তার (২৪)। সে বর্তমানে ঢাকার নবাবপুর এলাকায় থাকে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ  কতোয়ালি থানার বরিয়ান বেগুনবাড়ি এলাকায়। তার বাবার নাম মো. মোতালেব ও মায়ের নাম সাহেরা বেগম। বাবা ও মা পরিবারের সবাই ময়মনসিংহে থাকেন।তার কাছ থেকে একটি মুঠোফোন পাওয়া গেছে। মুঠোফোনের সিম থেকে নাম্বার সংগ্রহ করে তার বাবা ও মা কে খবর দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, হত্যার কারণ এখনও জানা যায়নি। এই ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চলছে। নিহত তরুণীর পরনে শার্ট প্যান্ট ও জ্যাকেট পরা ছিল। মরদেহের পাশে পাঁচটি গুলির খোসা পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, গুলি করে ওই নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনা তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তলব করা হয়েছে। পিবিআই ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহালসহ তদন্তকাজ করবে। পিবিআই সদস্যরা ঘটনাস্থলে এলে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শী স্থানীয় জানান, শনিবার ভোরে ওই নারীকে এক যুবকের সঙ্গে সড়কটিতে হাঁটতে দেখা যায়। তবে কে বা কারা ওই নারীকে গুলি করেছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। পরে স্থানীয়রা মরদেহটি সড়কে পড়ে থাকতে দেখেন।

ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন, পিবিআইসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এলে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠনো হবে। এ ঘটনার রহস্য উদ্‌ঘাটনে এক্সপ্রেসওয়ের আশপাশের ফুটেজ সংগ্রহ করে খুনিকে চিহ্নিতের কাজ শুরু করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা