ফেনী প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪ ০১:০৬ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪ ১১:১৭ এএম
ছবি : সংগৃহীত
ফেনীতে ফেসবুক পোস্টে হাহা রিঅ্যাক্ট দেওয়া কেন্দ্র করে ছুরিকাঘাতে চার কিশোর আহত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের পশ্চিম সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলো পশ্চিম সোনাপুর গ্রামের নুরুল আবছারের ছেলে মো. অমিত হাসান (১৮), এয়াকুব মিয়ার ছেলে জিসান (১৭), সিরাজুল ইসলামের ছেলে শরীফুল ইসলাম (১৭) ও মো. শাহীনের ছেলে রিজন (১৬)। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় রিজন ও শরীফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, কয়েক দিন আগে অমিত হাসানের এক ফেসবুক পোস্টে হাহা রিঅ্যাক্ট দেয় নিলয় নামের ওই এলাকার এক কিশোর। শুক্রবার রাতে সোনাপুর ইসলামী সেন্টারের সামনে অমিত হাসানসহ ছয়-সাত জন কিশোর নিলয়কে হাহা রিঅ্যাক্ট দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে বাগ্বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে পকেট থেকে ছুরি বের করে অমিতসহ অন্যদের ওপর হামলা করে নিলয়। পরে তাদের ফেনী জেনারেল হাসপাতালে আনা হলে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাইদুর রহমান বলেন, আহতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম পাঠানো হয়েছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন। অন্য একজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছে।
ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত নিলয়কে আটকে পুলিশ কাজ করছে। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।