মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ২৩:৪০ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ২৩:৪০ পিএম
কিশোরগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ফকির বাড়ি রেলক্রসিং মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তি রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জের উদ্দেশে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস লোকাল ট্রেনটি ফকির বাড়ির রেলক্রসিংয়ের কাছে গিয়ে পৌঁছলে ওই ব্যক্তির মাথার পেছন দিক দিয়ে ধাক্কা লেগে ছিটকে পড়ে যায়। পরে ঘটনাস্থলেই মারা যায় সে। দুর্ঘটনার আগে ট্রেনটি বেশ কয়েকবার হর্ন বাজায়। দুর্ঘটনার পরপর আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে মৃত অবস্থায় পায়। কিন্তু কেউ তাকে চিনতে পারেনি। ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ রেলওয়ে থানার এসআই হারুন অর রশীদ বলেন, ‘খবর পেয়ে ঘটনারস্থল থেকে ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করি। তবে এখনও নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পাশাপাশি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’