লালমোহন (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ২০:৫১ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ২০:৫৬ পিএম
ভোলার লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে এক অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপন এ জরিমানা করেন।
তিনি জানান, উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের গজারিয়া খালগোড়া এলাকার তেঁতুলিয়া নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবরে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ড্রেজার মেশিন জব্দ করা হয়।
উপজেলার বদরপুর ইউনিয়নের মো. কামরুল ও পৌরসভার বাসিন্দা মো. হাবিব নামে দুজনকে জরিমান করা হয়। সন্ধ্যার দিকে তারা অর্থদণ্ডের টাকা পরিশোধ করেন এবং মুচলেকা দিয়ে ড্রেজার ছাড়িয়ে নেন। আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।