× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, কিশোর আটক

রাজশাহী অফিস

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১৯:২৮ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১৯:৪০ পিএম

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, কিশোর আটক

রাজশাহীর বাগমারায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ায় এক কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে তাকে তার নিজ বাসা আটক করা হয়। গ্রেপ্তার কিশোর উপজেলার তাহেরপুর পৌরসভার একটি এলাকার বাসিন্দা। তারা বাবা পৌরসভার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

কিশোরকে গ্রেপ্তারের পর স্থানীয়রা তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্র (ফাঁড়ি) ঘিরে রাখে। তারা পুলিশ ভ্যানে থাকা ওই কিশোরকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়। বাগমারা থানার ওসি তৌহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই কিশোর তার ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করে এবং মন্তব্যের ঘরে বিভিন্ন ব্যক্তিকে হুমকিধমকি দেয়। খবর পেয়ে তাকে আটক করা হয়েছে। অভিযুক্তের বয়স ১৮ বছরের কম হওয়ায় আইনগত বিষয়গুলো ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা জানায়, ওই কিশোর তার ব্যবহৃত ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার মাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে। প্রতিবাদে একাধিক ব্যক্তি পাল্টা মন্তব্য করেন। সেখানে মন্তব্যকারীদেরও ওই কিশোর গালমন্দ করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে তাহেরপুরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একাধিক ব্যক্তি তাহেরপুর পুলিশ তদন্তকেন্দ্রে মৌখিক অভিযোগ করেন। পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা দিকে কিশোরকে তার নিজ বাসা থেকে আটক করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা