খুলনা অফিস
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১৯:২৪ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১৯:৪৩ পিএম
খুলনা নগরীর সোনাডাঙ্গা আন্তঃজেলা বাস টার্মিনালে পার্কিং করা একটি বাসে আগুন লেগে চালকের সহকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বাসের মধ্যে ঘুমন্ত অবস্থায় ছিল ওই কিশোর শ্রমিক। নিহত কিশোর মো. শরীফুলের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগরে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জনান, মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের লোকজন এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ হয়নি।
পুলিশ ও পরিবহন শ্রমিক সূত্রে জানা গেছে, রাতে সুন্দরবন পরিবহনের একটি বাস ঢাকা থেকে খুলনায় আসে। পরিবহন শ্রমিক শরীফুল গাড়ি পরিষ্কার করে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়ে। কয়েল থেকে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে দগ্ধ শরীফুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাস টার্মিনালের একাধিক পরিবহন শ্রমিক জানান, অনেক পরিবহন শ্রমিকই রাতে মশার কয়েল জ্বালিয়ে বাসের মধ্যে ঘুমিয়ে থাকেন। সেখান থেকেই আগুনের ঘটনা ঘটেছে। এর আগেও সোনাডাঙ্গা বাস টার্মিনালে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।