× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খোলা মাঠে মিলল টিসিবির লুট হওয়া ২৯ বস্তা ডাল

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিবেদক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১৯:১৯ পিএম

আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১৯:২৩ পিএম

খোলা মাঠে মিলল টিসিবির লুট হওয়া ২৯ বস্তা ডাল

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইউনিয়ন পরিষদ কক্ষের দরজা-জানালা ভেঙে লুট হওয়া টিসিবির ৩১ বস্তা ডালের মধ্যে ২৯ বস্তা উদ্ধার হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদের পাশেই খোলা মাঠ থেকে সেগুলো উদ্ধার করে পুলিশ। এর আগে গত বুধবার রাতে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদ থেকে ডালের বস্তা লুটের ঘটনা ঘটে।

আঠারবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. গোলাম কিবরিয়া এসব তথ্য নিশ্চিত করে বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ডালের বস্তা লুট হওয়ার পর বৃহস্পতিবার দিনভর সন্দেহভাজন বিভিন্ন ব্যক্তির বাসাবাড়ি ও দোকানে অভিযান চালানো হয়। এ অবস্থায় শুক্রবার সকালে ইউনিয়ন পরিষদের পাশেই খোলা মাঠে ডালের বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

গোলাম কিবরিয়া বলেন, ‘এ ঘটনায় জড়িতরা বুঝতে পারে, তারা এগুলো হজম করতে পারবে না। তাই ভয়ে রাতের আঁধারে পরিষদের পাশে ডালের বস্তাগুলো ফেলে গেছে। উদ্ধারকৃত ডালের বস্তা আইনি প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ডিলারের কাছে হস্তান্তর করা হবে।’

তিনি আরও বলেন, ‘যে দুটি বস্তা উদ্ধার হয়নি, সেগুলো উদ্ধারসহ এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।’

উল্লেখ্য, উপজেলার সরিষা ইউনিয়নের ৭৮৫ জন উপকারভোগীর জন্য টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদের কক্ষে রাখা হয়। ওই রাতেই সেখান থেকে সব ডাল লুট হয়ে যায়। পরে এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) থানায় লিখিত অভিযোগ দেন টিসিবির ডিলার মো. সোহাগ। এর পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লুট হওয়া ডাল উদ্ধারে তৎপরতা চালালে ভয়ে বৃহস্পতিবার রাতের আঁধারে সেগুলো রেখে যায় এর সঙ্গে জড়িতরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা