হোমনা (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১৯:১৮ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১৯:২৩ পিএম
কুমিল্লার হোমনায় একসঙ্গে ভাত খাওয়াকে কেন্দ্র করে ছেলের পিটুনিতে প্রাণ গেল সৎ মা বৃদ্ধা সেনোয়ারা বেগমের। এ ঘটনায় হত্যার অভিযোগে ঘাতক ছেলে মোফাজ্জল হোসেন বেনুকে গ্রেপ্তার করেছে হোমনা থানার পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার চান্দেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সেনোয়ারা বেগম উপজেলার চান্দেরচর ইউনিয়নের শ্রীনগর গ্রামের শব্দর আলী চেয়ারম্যানবাড়ির মো. আবুল কাশেমের স্ত্রী এবং অভিযুক্ত ছেলে মোফাজ্জল হোসেন বেনুর সৎ মা।
হোমনা থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মোফাজ্জল হোসেন বেনু নিহত সেনোয়ারা বেগমের সঙ্গে ভাত খাওয়াকে কেন্দ্র করে ঝগড়া শুরু করেন। একপর্যায়ে মোফাজ্জল হোসেন বেনু একটি শক্ত কাঠের টুকরা দিয়ে তার সৎ মা সেনোয়ারা বেগমকে পেটাতে শুরু করেন। উপর্যুপরি আঘাতে সেনোয়ারা বেগমের দুই পায়ের হাঁটুর নিচে, বাম হাতের বাহু, ডান হাতের কব্জিসহ চার আঙুল ভেঙে ফেলেন। ছেলের এমন আঘাতে বৃদ্ধা সেনোয়ারা বেগম মাটিতে পড়ে শোর-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে মোফাজ্জল হোসেনের হাত থেকে তাকে উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্য মুরাদনগর উপজেলার আমিননগর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার জন্য পরামর্শ দেন।
সেখান থেকে বৃদ্ধা সেনোয়ারা বেগমকে নিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালের উদ্দেশে রওনা দিয়ে মেঘনা ব্রিজের নিকট পৌঁছলে সেনোয়ারা বেগমের কথাবার্তাসহ শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যায়। এ সময় তাকে ঢাকা না নিয়ে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলের স্ত্রী হোসনে আরা বেগম বাদী হয়ে হত্যা মামলা করলে অভিযুক্ত মোফাজ্জল হোসেন বেনুকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।