× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেখক চক্রের কবি সম্মেলন উদ্বোধন

বগুড়া অফিস

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১৯:০৩ পিএম

বগুড়া লেখক চক্রের আয়োজনে দুই দিনব্যাপী কবি সম্মেলনের প্রথম দিনে শুক্রবার কবি পদযাত্রা জেলা পরিষদ মিলনায়তন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। প্রবা ফটো

বগুড়া লেখক চক্রের আয়োজনে দুই দিনব্যাপী কবি সম্মেলনের প্রথম দিনে শুক্রবার কবি পদযাত্রা জেলা পরিষদ মিলনায়তন থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। প্রবা ফটো

দেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে দুই দিনব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে কবি সম্মেলনের উদ্বোধন করেন সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কবি প্রাবন্ধিক আমিনুল ইসলাম।

উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা গবেষক ড. বেলাল হোসেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। 

বাচিক শিল্পী অলক পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. জাকির হোসেন, জেলা সমাজসেবা উপপরিচালক আবু সাঈদ মো. কাওছার রহমান, লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল কবি-প্রাবন্ধিক খৈয়াম কাদের, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া ইয়্যুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন, প্রগ্রেস শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা কবি মাহমুদ হোসেন পিন্টু। 

উদ্বোধনের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। উদ্বোধনের পূর্বে একটি কবি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

কবি সম্মেলনের প্রথম দিনে ছিল কথা ও কবিতা। বাংলাদেশের কথাসাহিত্যে উল্লেখযোগ্য পুরুষ, লিটল ম্যাগাজিন আন্দোলন : ম্রিয়মাণ সময় ও উত্তরণের উপায় এবং কবিতায় প্রয়োজন উপযোগী তারুণ্যবিষয়ক আলোচনা। পর্বসমূহে সভাপতিত্ব করেন রোকেয়া ইসলাম, হাবিব ওয়াহিদ শিবলী, নাজমুল হেলাল ও আরিফুল হক কুমার।

কবি সম্মেলনের দ্বিতীয় দিনের কর্মসূচিতে থাকছে কবির উপস্থিতিতে কবিতা আবৃত্তি, বগুড়া লেখক চক্র পুরস্কার প্রদান, তরুণদের বেড়ে ওঠায় সাহিত্য সংগঠনের ভূমিকা শীর্ষক আলোচনা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা