ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১৮:৪৫ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১৯:৩৬ পিএম
নিহত তাবাসসুমের পরিবারের আহাজারি।
চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার ১৩ দিন পর বস্তাবন্দি অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে উপজেলার দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরজুন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুর নাম তাবাসসুম। তিনি স্থানীয় এলাকার আমান হোসেনের কন্যা।
জানা যায়, গত ১৭ নভেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয় তাবাসসুম। পরদিন ভূজপুর থানায় শিশুর পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়। নিখোঁজ থাকার ১৩ দিন পর পাশের বাড়ির একটি সেপটিক ট্যাংকে তার মরদেহ পাওয়া যায়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
শিশুর চাচা মো. রাসেল
বলেন, আমরা সকালে জানতে পারি টয়লেটে বস্তাবন্দি মরদেহ পাওয়া গেছে। পরে গিয়ে দেখি মরদেহটি
আমার ভাতিজির। নিখোঁজের পর থেকে আমরাও অনেক খোঁজাখুঁজি করেছি। আমরা এ ধরনের পরিকল্পিত
হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।
ওসি মো. আরজুন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছেন। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’