পেকুয়া (কক্সবাজার) প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৪ ১২:২২ পিএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪ ১২:৩৫ পিএম
সিএনজি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পেকুয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মৌলভীপাড়া- ফাঁসিয়াখালী উঁচু ব্রিজ নামক স্থান থেকে এদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন চোরাই সিএনজি উদ্ধার করা হয়।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল ৩ নম্বর ওয়ার্ডের মুন্সিখিল এলাকার আমির হোসেনের ছেলে কাইসার হামিদ, মহেশখালী উপজেলার মাতারবাড়ী উত্তর রাজঘাট এলাকার আবু তাহেরের ছেলে মো. রুস্তম ও আবদুল জলিলের ছেলে মোক্তার হোসেন।
ওসি মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, পেকুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সিএনজি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় চোরাই একটি সিএনজি গাড়ি জব্দ করা হয়। পেকুয়া থানায় এদের বিরুদ্ধে মামলা হয়েছে।