পাবনা প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ২১:২১ পিএম
সারা দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে পাবনা সদর উপজেলায় কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া গরুর হাট মাঠে এ কৃষক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি মামুনুর রশিদ খান বলেন,
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের ছয়তলা ভবন নির্মাণ করেই আওয়ামীপন্থি ঠিকাদারি প্রতিষ্ঠান ১৫৮ কোটি টাকা আত্মসাৎ করেছিল। সুবিধাবঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা রোপণের রাইস ট্রান্সপ্লান্টার, কম্বাইন্ড হারভেস্টার, বালাইনাশক, সার ইত্যাদি কৃষকদের দেওয়া হলেও আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া কেউ পায়নি। কোটি কোটি টাকা আত্মসাতের মাধ্যমে কৃষি খাতকে ধ্বংস করা হয়েছে।
তিনি বলেন, ২০২২ সালে সেচের পানি না পেয়ে রাজশাহীতে রবি ও অভিনাথ মাড়ান্তি আত্মহত্যা করেন। সেচ পাম্প স্থাপনে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের ফসলের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেন শেরপুরের নালিতাবাড়ীর কৃষক শফিউদ্দিন। বিগত ফ্যাসিস্ট সরকারের নজিরবিহীন লুটপাট এবং দুর্নীতির কারণে জার্মানি থেকে প্রকাশিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ২০২৪ বাংলাদেশকে বিশ্বের প্রথম সারির খাদ্য নিরাপত্তাহীন ১০টি দেশের মধ্যে অষ্টম স্থানে রেখেছে।
মালিগাছা ইউনিয়ন কৃষক দলের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব সিদ্দিকুর রহমান, ড্যাব পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আহমেদ মোস্তফা নোমান।
সমাবেশে বক্তব্য দেন জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিফ, যুগ্ম সম্পাদক আহসানুল হক মুন্না ও সদর উপজেলা কৃষক দলের সভাপতি হাবিবুর রহমান বাচ্চু প্রমুখ।