দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ২১:০২ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪ ২১:১৪ পিএম
খাগড়াছড়ির দীঘিনালায় পূর্বাঞ্চলে সম্পতি বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা ও আর্থিক সহযোগিতা করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের স্বাধীনতা মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে কৃষকদের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হয়।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহাদাৎ হোসেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহকারী প্রোগ্রামার লাথুইনু মারমা, ইউএনভি রাকেশ শামস প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরণকালে বক্তারা বলেন, ‘পূর্বাঞ্চলে গেল বন্যায় চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার অর্থায়নে আক্রান্ত চাষিদের মাঝে এসব প্রণোদনা বিতরণ করা হয়েছে। এর মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ফসলে সংকট নিরসন হয়ে খাদ্য সংকট মোকাবিলা করা সম্ভব হবে।
বক্তারা আরও বলেন, স্বাস্থ্যগত ঝুঁকির বিষয় বিবেচনায় তামাক চাষ বন্ধে সামাজিক আন্দোলন ও প্রচারণা জোরদার করতে সবাইকে আরও সচেতন হতে হবে।’
উপজেলা কৃষি অফিসের সূত্র জানান, দুই দিনব্যাপী বিতরণ কার্যক্রমে প্রথম দিনে ২৫০ কৃষকের মাঝে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে। Food and Agricultural Organisations of the United Nations-এর অর্থায়নে ও উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এ বিতরণ কার্যক্রমের আওতায় বন্যায় ৫০০ ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বীজ-সার, নানান পদের কৃষি সরঞ্জাম ও নগদ আর্থিক সহযোগিতা করা হয়।