রংপুর অফিস
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ১৯:৩৭ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪ ১৯:৪২ পিএম
সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছে রংপুর জেলা পুলিশ। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয় মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার শরিফ উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সনাতনী ধর্মীয় নেতা উত্তম কুমার সাহা, বাবু রাম জীবন, কেরামতিয়া মসজিদের ইমাম মাওলানা বায়েজীদ আহমেদসহ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও রাজনৈতিক দলের নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা।
সভায় সনাতনী ধর্মীয় নেতারা বলেন, গ্রেপ্তার হওয়া চিন্ময় কৃষ্ণ দাস ইসকন থেকে অনেক আগেই বহিষ্কৃত হয়েছেন। কিন্তু তিনি কীভাবে রংপুরে এসে সমাবেশ করলেন তা আমাদের জানা নেই। চট্টগ্রামে আইনজীবীকে যে বা যারা হত্যা করেছে, তাদের শাস্তির আওতায় আনতে হবে। তবে নিরীহ হিন্দুদের ওপর কোনো অত্যাচার হবে না বলে আমরা বিশ্বাস করি। তারা বলেন, আমরা বাংলাদেশে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধসহ বিভিন্ন ধর্মের মানুষ যে সম্প্রীতির মধ্যে বসবাস করি, তা সারা বিশ্বের কাছে মডেল। তবে একটি মহল আমাদের এই সম্প্রীতি ভেঙে ফেলার পাঁয়তারা করছে।
পুলিশ সুপার মোহাম্মদ শরিফ উদ্দিন বলেন, আমাদের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে একটি কুচক্রী মহল সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে। কারও উস্কানিতে প্ররোচিত হয়ে আমরা যেন সংঘাতে না জড়িয়ে পড়ি, সেদিকে সচেষ্ট থাকতে হবে। বাংলাদেশ যেমন সবার, তেমনি দেশের আইনও সবার জন্য সমান।