× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্ট ক্যাম্প

শিল্পচর্চার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনতে হবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ১৭:০৫ পিএম

শিল্পচর্চার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনতে হবে

শিল্পচর্চার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা কমিয়ে আনতে হবে। এই ধরনের ক্যাম্পেইন বা প্রচার আরো বাড়াতে হবে। এভাবে মানুষের দৃষ্টিতে বেশি আসবে, মানুষ সচেতন হবে। তাতে নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গি বদলাবে। 

বুধবার দৃক পাঠভবনে বাদাবন সংঘ নারী নির্যাতন বিরোধী পক্ষকাল উপলক্ষে ‘নারীর প্রতি সহিংসতা বন্ধে আমরা সবাই সোচ্চার‘শীর্ষক  আয়োজিত আর্ট ক্যাম্পে একথা বলেন মানবাধিকার কর্মী জাকিয়া শিশির। গত ২৫ নভেম্বর ২০২৪ থেকে শুরু হয়েছে ১৬ দিনব্যাপী আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকাল।

সারাদিনব্যাপী বিভিন কর্মসূচির আয়োজনের প্রথম পর্বের আর্টক্যাম্প শুরু হয় সকাল ১১টায়। আর্টক্যাম্পটির উদ্দেশ্য হলো, শিল্পকর্মের মাধ্যমে নারী নির্যাতন এবং সহিংসতার বিরুদ্ধে সাধারণ মানুষের সচেতনতা বাড়ানো। এসময় উপস্থিত ছিলেন সাংগাত বাংলাদেশের কো-অর্ডিনেটর সোহানা আহমেদ এবং বাদাবন সংঘের নির্বাহী পরিচালক লিপি রহমান।

আর্টক্যাম্পে অংশ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিল্পীদের মধ্যে রুপশ্রী হাজং, রাজীব শীল এবং আহসানা অঙ্গণা তাদের অনুভুতি ব্যক্ত করেন। তারা বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে শিল্পীরা তাদের শিল্পকর্মের মাধ্যমে এই ক্যাম্পেইন আরো কার্যকর করতে পারি।

সোহানা আহমেদ বলে, বিশ্বব্যাপী এই ক্যাম্পেইন আমরা পালন করি কারণ আমরা নারী ও কিশোরীদের জন্য নিরাপদ পরিবেশ চাই, যেখানে নির্ভয়ে নির্বিগ্নে নারীরা স্বাধীনভাবে সবকিছু করতে পারবে। নারীকে তার পোশাকের জন্য হেনস্তা হতে হবেনা।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, নারীর উত্তরাধিকার স্বত্ব প্রাপ্তি বিষয়ক একটি ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, প্রশিকা, স্পেস, রিক, লাইট হাউজ এবং আওয়াজ ফাউন্ডেশনের প্রতিনিধিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা