× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইনজীবী সাইফুল হত্যা

বাবার হাত ধরে কখনও হাঁটবে না তাজকিয়া

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ১৩:০৪ পিএম

বাবার সঙ্গে এভাবে আর কোথাও গিয়ে ছবি তোলা হবে না তাজকিয়ার। ছবি: সংগৃহীত

বাবার সঙ্গে এভাবে আর কোথাও গিয়ে ছবি তোলা হবে না তাজকিয়ার। ছবি: সংগৃহীত

ছোট্ট তাজকিয়ার বয়স আড়াই বছর। বাবা ছিল তার খেলার সাথী। বাবার হাত ধরে ঘুরে বেড়াত বাইরে। সেই বাবার সঙ্গে কখনও দেখা হবে না তাজকিয়ার, তার হাত ধরে হাঁটাও হবে না আর। গত সোমবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারান আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। তাজকিয়ার বাবা তাকে না বলেই যে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, এ কথা বোঝার মতো বয়স তার না হলেও বাবা বাসায় ফেরেনি এখনও, চোখ দুটি তাই বাবাকে খুঁজে ফিরছে।

তিন বছর আগে লোহাগাড়া সদর ইউনিয়নের সওদাগরপাড়ার তারিনের সঙ্গে সাইফুল ইসলাম আলিফের বিয়ে হয়। বিয়ের পর তাদের পরিবারে মুখ আলোকিত করে আসে কন্যা তাজকিয়া। আলিফের স্ত্রী তারিন এখন সাত মাসের সন্তানসম্ভবা। সন্ত্রাসীরা তার স্বামীকে হত্যা করেছেÑ এ খবর শোনার পর থেকেই হুঁশ হারিয়েছেন তিনি। তার ভবিষ্যৎ কী হবে, সন্তানদেরও-বা কী হবেÑ এসব ভাবনার পাশাপাশি প্রিয় মানুষটিকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন তারিন।

নিহতের স্ত্রী ইসরাত জাহান তারিনের বাড়ি লোহাগাড়া সদর সওদাগরপাড়াতেও আত্মীয়স্বজন ভিড় করেন। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। এ ছাড়াও সোমবার আইনজীবী আলিফের হত্যার খবর ছড়িয়ে পড়লে রাতে লোহাগাড়া সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিহত সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন সওদাগর বলেন, আমার ৫ ছেলে ও ২ মেয়ের মধ্যে সাইফুল ছিল তৃতীয় সন্তান। আমার ছেলে নামাজি, নম্র ও ভদ্র প্রকৃতির মানুষ ছিল। ছেলেটা আমার আগেই পৃথিবী ছেড়ে চলে যাবে, কখনও কল্পনা করিনি। বিনা অপরাধে যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

নিহত আলিফের বন্ধু আরমান বলেন, বন্ধু-আমরা মাদ্রাসা থেকে দাখিল পাস করি। আলিফ ইন্টারমিডিয়েট পড়েন চট্টগ্রাম সরকারি কলেজে। আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে এলএলবি পাস করে আইন পেশায় নিযুক্ত হন। অন্য বন্ধুদের চেয়ে সাইফুল ছিল আলাদা। তার সামনে কোনো অন্যায় করলে সে চুপ থাকত না, তার প্রতিবাদ করত। খুবই মিশুক প্রকৃতির ছিল আলিফ। তার এমন মৃত্যু মেনে নিতে পারছি না। 

আলিফের শ্যালক তারেকুল ইসলাম বলেন, খুনিরা আলিফ ভাইকে তার অনাগত সন্তানের মুখ দেখতে দেয়নি, নৃশংসভাবে হত্যা করেছে। অবিলম্বে খুনিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

সাইফুল ইসলাম আলিফের প্রথম জানাজা নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে গতকাল বুধবার বেলা ১১টায় এবং গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা