নোমান মুন্না জয়
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪ ১৩:০৩ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪ ১৩:১৩ পিএম
লায়ন মু. হাবিবুর রহমান হারেজ সিটি কলেজে শীতকালীন ফুড ফেস্টিভ্যাল ও ক্রীড়া প্রতিযোগিতা। প্রবা ফটো
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আলহাজ লায়ন মু. হাবিবুর রহমান হারেজ সিটি কলেজে শীতকালীন ফুড ফেস্টিভ্যাল ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ফেস্টিভ্যালের আয়োজন করা হয়। এতে অংশ নেন একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
শিক্ষা প্রসারে এ অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানে ডিপার্টমেন্ট অনুযায়ী মোট ছয়টি ফুড স্টল দেন শিক্ষার্থীরা। তারা ৬০-এর অধিক শীতকালীন মুখরোচক খাবার তৈরি করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ভাপা, পুলি, পাটিসাপটা ও নকশি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নাজমুল ইসলাম এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী অধ্যাপক তারিকুল ইসলাম নাদিম।
অধ্যক্ষ নাজমুল ইসলাম বলেন, ‘শিক্ষা প্রসারে ও শিক্ষা আনন্দময় করে তুলতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎফুল্ল করে এমন অনুষ্ঠান আমরা প্রতি বছরই করে থাকি।’
শিক্ষার্থীরা জানান, এমন অনুষ্ঠান আমাদের মন শিক্ষা গ্রহণে অনুপ্রাণিত করে। আমরা চাই আমাদের প্রতিষ্ঠান যেন প্রতি বছর এ রকম অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু শিখেছি। শিক্ষা গ্রহণে এমন অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের সম্মানে ১ মিনিট নীরবতা পালন করেন শিক্ষার্থী ও শিক্ষকরা।
খাবার তৈরিতে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। আলোচনা ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।