প্রবা ও লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪ ২৩:২০ পিএম
আপডেট : ২৮ নভেম্বর ২০২৪ ০০:৪৯ এএম
ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত গাড়ি। প্রবা ফটো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলমদের বহনকারী গাড়িবহরের একটি গাড়িকে ট্রাক চাপা দেওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনা ‘হত্যাচেষ্টার’ অভিযোগ তুলে প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগে বিক্ষোভ করেছে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিক্ষোভ মিছিল করা হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে গাড়িতে একটি ট্রাক চাপা দেয়। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। তারা হলেন, মননসিংহের ভৈলর কিশান থানার মুজিবুর রহমান এবং তার ছেলে রিফাত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, ‘চট্টগ্রামে উগ্রবাদীদের হাতে হত্যার শিকার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়। প্রাথমিক তদন্তে ড্রাইভার ময়মনসিংহ থেকে কক্সবাজারে মালামাল খালাস করে আসার কথা বললেও মাল খালাসের কোনো তথ্য পাওয়া যায়নি। অতীতে ভারতীয় র কর্তৃক বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক ব্যক্তিকে হত্যা করার নজির রয়েছে।’
ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী মোহাম্মদ সামি এবং সাদমান আহমেদ বলেন, ট্রাক ড্রাইভার ইচ্ছে করেই গাড়ি বহরে ধাক্কা দেয়। সৌভাগ্যবশত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
জানা যায়, চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ঢাকা ফেরার পথে চট্টগ্রামগামী একটি ট্রাক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমদের বহনকারী একটি গাড়িকে ধাক্কা দেয়। তাদের বহরে ছিল একটি প্রিমিয়ো এবং দুইটা প্রাডো। ট্রাকটি বহরের প্রথম গাড়িটিকে ধাক্কা দেয়। মাঝপথে গাড়ি পরিবর্তন করে ফেলার কারণে সার্জিস এবং হাসনাত দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। ধাক্কা দেওয়ার পর ট্রাকটি পালানোর চেষ্টা করে। সদরের হাজী নুরুল ইসলাম পেট্রোল পাম্পে এসে ট্রাকটি থামানো যায়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বহরে থাকা একটি প্রাইভেট কারের সঙ্গে একটি ট্রাকের ধাক্কা লাগে। এতে কেউ হতাহত হয়নি। তবে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাকটি লোহাগাড়া থানা পুলিশ আটক করেছে।’