× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উল্টোপথে গাড়ি, বাধা দেওয়ায় দুই শিক্ষার্থীকে মারধর

সাভার প্রতিবেদক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪ ০৯:১৬ এএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৪ ১১:০২ এএম

উল্টোপথে গাড়ি, বাধা দেওয়ায় দুই শিক্ষার্থীকে মারধর

সড়কে গাড়ি উল্টোপথে যাওয়ার সময় গাড়ির গতি রোধ করায় দুই শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে এক ঘণ্টা সড়ক অবরোধ করে রেখেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৯টার দিকে আবদুল্লাহপুর বাইপাইল সড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে প্রতিবাদ জানাতে সাড়ে ১০টার দিকে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে পরিস্থিতি শান্ত করতে আশুলিয়া থানার ওসি উপস্থিত হন।

শিক্ষার্থীরা বলে, রাতে আবদুল্লাহপুর বাইপাইল সড়কে যানজট তৈরি হয়। এ সময় শিক্ষার্থীরা যানজট নিয়ন্ত্রণে কাজ করছিল। একটি প্রাইভেট কার উল্টোপথে এসে নিজেদের ভিআইপি দাবি করে সড়ক ছেড়ে দিতে বলে। তবে শিক্ষার্থীরা সঠিক পথে যেতে বললে মারধর করতে থাকে। এতে দুজন আহত হয়।

আহত শিক্ষার্থী মনিরুজ্জামান বলেন, রাতে যানজট নিরসনে কাজ করছিলাম। এ সময় একটি প্রাইভেট কার উল্টোপথে এলে বাধা দেওয়া হয়। কিন্ত গাড়ির চালক ও আরও একজন এসে আমাদের ওপর হামলা করে মারধর করেন। এতে দুজনের মাথায় ও হাতে আঘাত লাগে।

তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থী পরিচয় দেওয়ার পরও আমাদের আঘাত করা হয়েছে। তারা আমাদের কোনো কথা শুনতে চায়নি। তারা ভিআইপি পরিচয় দিয়ে পুলিশ প্রশাসন সব তাদের হাতে বলে দাবি করেছে। এরপর আমাদের পাশের একটি আড়তের ভেতরে নিয়ে এলোপাতাড়ি মারধর করেছেন। বারবার তাদের অনুরোধ করা হলেও থামেননি।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকের কাছে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা