× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ২২:৩৮ পিএম

বিপুল পরিমাণ সৌদি রিয়ালসহ দুবাইগামী যাত্রী আটক

দুবাইগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের এক যাত্রীকে ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়ালসহ আটক করেছে শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। দুলাল জমাদ্দার নামের ওই যাত্রী ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল।

মঙ্গলবার (২৬ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের অ্যাভসেক শাখা, এনএসআই ও কাস্টমস কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে এই সৌদি রিয়াল উদ্ধার করেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, আটক দুলাল জমাদ্দারের ব্যাগ তল্লাশি করে ৯ লাখ ২১ হাজার ৫০০ সৌদি রিয়াল পাওয়া যায়; যা বাংলাদেশি টাকায় ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা। তিনি কীভাবে এসব রিয়াল সংগ্রহ করেছেন, তা এখনও জানা যায়নি। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা করা হয়েছে। 

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুলাল জমাদ্দার ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪৩ ফ্লাইটের ঢাকা-চট্টগ্রাম হয়ে দুবাইগামী কানেক্টিং ফ্লাইটের যাত্রী ছিলেন। বিমানটি চট্টগ্রাম আসার পর তার সন্দেহজনক গতিবিধির কারণে ফ্লাইটের কর্তব্যরত ক্রু তাকে অফলোড করেন। কর্তব্যরত ডিউটি নিরাপত্তা অফিসার বাদশা ফয়সাল ও তার টিম প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং উক্ত যাত্রী একপর্যায়ে স্বীকার করেন যে, তার কাছে বৈদেশিক মুদ্রা আছে। পরে বিমানবন্দর নিরাপত্তা শাখা (অ্যাভসেক), বিমানবাহিনী টাস্কফোর্স, কাস্টমস ও গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলে সবার উপস্থিতিতে ওই যাত্রীকে বিমানবন্দর কাস্টমসের কাছে সোপর্দ করা হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা