চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ২২:৩১ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ২২:৩২ পিএম
চট্টগ্রাম মহানগরী পুলিশের তালিকাভুক্ত শীর্ষসন্ত্রাসী, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সবুজ ওরফে বার্মা সবুজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বায়েজিদ থানা পুলিশ ও গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে সোমবার (২৫ নভেম্বর) রাতে চট্টগ্রামের হাটহাজারীর কুয়াইশ এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, অস্ত্র ও বিস্ফোরক আইনে ৩৫টির বেশি মামলা রয়েছে।
সবুজ নগরীর বায়েজিদ বোস্তামি থানার বার্মা কলোনির নুরুল আমিন কসাইয়ের ছেলে।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেছেন, সবুজ, সাইফুল ও ফাহিমÑ এই তিন ভাইয়ের চাঁদাবাজিতে বায়েজিদ-পাঁচলাইশ-খুলশী এলাকার মানুষ অতিষ্ঠ। অভিযান চালিয়ে সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বায়েজিদ থানাসহ নগরীর বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, অস্ত্র ও বিস্ফোরকের ৩৫টিরও বেশি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ, সাইফুল, ফাহিমÑ ওরা তিন ভাই। তাদের সবারই নিজস্ব বাহিনী রয়েছে। এসব এলাকার জায়গা দখল, মাদক ব্যবসা, আধিপত্য বিস্তারসহ প্রায় সকল সন্ত্রাসী কাজে তাদের হাত থাকে। এর মধ্যে সবুজ পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং তার ভাই সাইফুল চট্টগ্রাম নগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক। গত ১১ অক্টোবর বায়েজিদ থানার শান্তিনগর এলাকায় দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ইমন নামে এক যুবক নিহত হন। ওই ঘটনায় সম্পৃক্ততার দায়ে দুজনকেই দল থেকে বহিষ্কার করা হয়।