× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার বছর আগের বেতন চেয়ে মহাসড়ক অবরোধ

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ২১:৩৪ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ২১:৪১ পিএম

চার বছর আগের বেতন চেয়ে মহাসড়ক অবরোধ

ঢাকার শিল্পাঞ্চল আশুলিয়ায় চার বছর আগের বকেয়া বেতনের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন লেনী ফ্যাশনস ও লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তারা ডিইপিজেডের সামনে জড়ো হন। পরে তারা নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেডের সামনের অংশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। সর্বশেষ রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলমান রয়েছে।

মহাসড়ক অবরোধ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বিক্ষোভকারী একাধিক শ্রমিক জানান, ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) চার বছর আগে শ্রমিকদের বেতন বকেয়া রেখে বন্ধ হয়ে ‍যায় লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানা। ইতোমধ্যে কারখানা দুটির একটি বিক্রি হয়েছে। বিক্রির টাকা ব্যাংকে জমা থাকলেও শ্রমিকদের বকেয়া বেতন এখনও পরিশোধ করা হয়নি। বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা আন্দোলনে নেমেছেন।

আন্দোলকারী এক নারী শ্রমিক বলেন, ‘চার বছর ধইরা বেপজা আমাদের ঘুরাইতাছে। তারা যাইতে বললে প্রত্যেকটা মিটিংয়ে যাই। এখন একটা জায়গায় কাজ করি, সেখান থিকা ছুটি নিয়া যাই। তারা বলে টাকা দিব। সেপ্টেম্বরের ৯ তারিখেও বেপজা থিকা ফোন দিয়া বলছে আন্দোলনে যোগ দিয়েন না, নভেম্বরের ৩০ তারিখে টাকা দেওয়া হবে। সোমবার আবার বলছে টাকা দিবে আরও পরে। আমাদের নির্দিষ্ট কোনো তারিখ কেন দিচ্ছে না? আমরা যেখানে চাকরি করি, সেখান থিকা বারবার ছুটি নেওয়ায় চাকরিও চলে গেছে অনেকের। তারিখ না দিলে আমরা সড়ক ছাড়ব না। বুধবার (আজ) ডিইপিজেডে কাউকে ঢুকতে দিব না।’

আরেক শ্রমিক মো. আজাদ বলেন, ‘আমাদের একটি ফ্যাক্টরি বিক্রি হয়ে গেছে। অথচ আমাদের বকেয়া টাকা দেওয়া হচ্ছে না। আগের ফ্যাসিবাদী সরকারের কিছু দালাল এখনও রয়ে গেছে, যারা আমাদের ঘুরাচ্ছে, টাকা দিতে চাচ্ছে না। বারবার তারিখ দেওয়া হচ্ছে। বেপজার কর্মকর্তারা এখানে এসে ৩০ নভেম্বরের মধ্যে টাকা পরিশোধের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’

সাভার হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম বলেন, ‘শ্রমিকেরা ডিইপিজেডের সামনে মহাসড়ক অবরোধ করায় যানজটের সৃষ্টি হয়েছে। ওই সড়ক ব্যবহারকারী যানবাহনগুলো নবীনগর থেকে ধামরাই-ঢুলিভিটা হয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছে। অপর পাশ থেকে আসা পরিবহনগুলো চন্দ্রা থেকে ওয়ালটনের সামনে দিয়ে ধামরাই-ঢুলিভিটা হয়ে ঢাকার দিকে যাচ্ছে।’

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, ‘লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস কারখানার শ্রমিকেরা বকেয়া পরিশোধের দাবি জানিয়ে সড়ক অবরোধ করেছেন। এর আগেও তারা একই দাবিতে এ ধরনের কর্মসূচি পালন করেছিলেন। আমরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছিলাম। আজও (গতকাল) তাদের সঙ্গে কথা হচ্ছে। স্থায়ী সমাধানের জন্য বেপজা কর্তৃপক্ষের এ ব্যাপারে শ্রমিকদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন।’

বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) আনোয়ার পারভেজ বলেন, ‘লেনী ফ্যাশন ও লেনী অ্যাপারেলস দুটি কারখানা একই মালিকের প্রতিষ্ঠান। শ্রমিকদের বকেয়া পরিশোধের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এজন্য লেনী অ্যাপারেলস ইতোমধ্যে বিক্রি করা সম্ভব হয়েছে। তবে লেনী ফ্যাশন বিক্রির জন্য পাঁচবার নিলামের ব্যবস্থা করা হলেও প্রত্যাশা অনুযায়ী ক্রেতা পাওয়া না যাওয়ায় বিক্রি করা সম্ভব হয়নি। তবে চেষ্টা চলছে।’

আনোয়ার পারভেজ আরও বলেন, ‘যেহেতু একই মালিকেরই দুটি প্রতিষ্ঠান, তাই দুটি কারখানার শ্রমিকদের বকেয়া একসঙ্গে পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনগত জটিলতা থাকায় একটি কারখানা বিক্রির টাকা অন্য কারখানার শ্রমিকদের দেওয়ার সুযোগটি নেই। দ্রুতই নিলামের মাধ্যমে কারখানাটি বিক্রির উদ্যোগ নেওয়া হবে এবং সব শ্রমিকের বকেয়া পরিশোধ করা সম্ভব হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা