× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীকে পিটিয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

পঞ্চগড় প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ২১:০৯ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ২১:২৭ পিএম

স্ত্রীকে পিটিয়ে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে সোলেমান আলী নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম রেজাউল বারী এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত সোলেমান আলী আটোয়ারী উপজেলার দক্ষিণ সুখ্যাতি এলাকার বাসিন্দা।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, প্রায় দুই যুগ আগে সোলেমান আলীর সঙ্গে জোসনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্যে কলহ চলছিল। বিভিন্ন সময় সালিশ বৈঠকও হয়। ২০১৮ সালের ১৭ মে বাড়িতে কেউ না থাকার সুযোগে জোসনা বেগমকে পিটিয়ে হত্যা করে ঘরের মধ্যে লাশ রেখে দরজা তালাবদ্ধ করে পালিয়ে যান স্বামী সোলেমান আলী। এ ঘটনায় তাকে একমাত্র আসামি করে আটোয়ারী থানায় হত্যা মামলা দায়ের করেন জোসনার ভাই সহিদুল ইসলাম। তদন্ত শেষে ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় সোলেমান তার স্ত্রী জোসনাকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করে বলে প্রমাণিত হওয়ায় এই রায় প্রদান করা হয়। রায় ঘোষণাকালে আসামি সোলেমান আলী আদালতে উপস্থিত ছিলেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আদম সুফি বলেন, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই দণ্ডাদেশ দিয়েছেন। 

আসামি পক্ষের আইনজীবী হাবিবুল ইসলাম হাবিব বলেন, আশা করি উচ্চ আদালতে আমার মক্কেল দায়মুক্তি পাবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা