বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ২১:০৭ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ২১:২৬ পিএম
চট্টগ্রামের বোয়ালখালীতে যৌথ বাহিনীর অভিযানে একটি এলজি ও ২৬টি দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করেছেন যৌথ বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোরে পৌরসভার ৩নং ওয়ার্ড পূর্ব গোমদন্ডীত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেনÑ বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের মো. আরাফাত ও একই এলাকার মহিউদ্দিন হামিম।
জানা গেছে, বোয়ালখালী আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর রাসেলের নেতৃত্বে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে মো. আরাফাত ও মহিউদ্দিন হামিমের বাসা তল্লাশি করে একটি অবৈধ দেশীয় ইম্প্রোভাইজড পিস্তল/এলজি এবং ২৪টি দেশীয় ইম্প্রোভাইজড অস্ত্র উদ্ধার করে যৌথ বাহিনী।
স্থানীয়রা জানায়, আরাফাত ও হামিম বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। গত ৫ আগস্টের পর তারা এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে।
বোয়ালখালী সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর রাসেল জানান, জব্দকৃত মালামাল ও আসামিদের আইনি প্রক্রিয়ার জন্য বোয়ালখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বোয়ালখালী থানার এসআই ফররুখ আহমেদ মিনহাজ জানান, আরাফাতের কাছে এলজিটা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।