রংপুর অফিস
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ২০:৫৪ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ২০:৫৯ পিএম
সড়কে ডাকাতি, হাইওয়ে পুলিশের চাঁদাবাজি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে রংপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ট্রাকচালকরা। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত নগরীর পূর্ব বাবুখাঁ ট্রাক টার্মিনাল এলাকায় রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
এ সময় চাঁদাবাজির সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি করা হয়। অবরোধ চলাকালে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুরের সঙ্গে দেশের অন্যান্য জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সড়কের উভয় পাশে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নেন ট্রাকচালকরা।
ট্রাকচালক সোবহান মিয়া, শাকিল মিয়াসহ অন্যরা জানান, রংপুরের পীরগঞ্জ থেকে তারাগঞ্জ পর্যন্ত সড়কপথে যেতে জেলা ও মেট্রোপলিটন পুলিশকে প্রায় ১ হাজার টাকা চাঁদা দিতে হয়। গাড়ির কাগজপত্র হালনাগাদ থাকার পরও রাস্তায় কাগজপত্র পরীক্ষার নামে প্রতিনিয়ত হয়রানি করা হচ্ছে।