উরিপুর (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ২০:৫২ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ২০:৫৯ পিএম
বরিশালের উজিরপুরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপার গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামের আব্দুল লতিফ হাওলাদারের মেয়ে রহিমা বেগমের সঙ্গে আঠারো বছর পূর্বে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার মাগুরা গ্রামের মৃত আব্দুর রব আকনের ছেলে হাবিবুর রহমান আকনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পরে থেকেই রহিমা বেগমকে চাপ সৃষ্টি করে কয়েক দফা মোটা অংকের যৌতুক আদায় করে নেন হাবিবুর রহমান। গত সোমবার হাবিবুর রহমান শ্বশুড় বাড়িতে এসে যৌতুক হিসেবে ২ লাখ টাকা দাবি করেন। যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে রহিমাকে বেদম মারধর করে পালিয়ে যায় হাবিবুর। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযোগের বিষয়ে জানতে হাবিবুর রহমান আকনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি। উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’