মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ২০:৫০ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ২০:৫৭ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে রাতের আঁধারে খালে বিষ দিয়ে মাছ শিকার করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাতের কোনো একসময় বিষ প্রয়োগ করে মাছ শিকার করা হয়। মঙ্গলবার সকালে দুপাড়ে বিভিন্ন প্রজাতির দেশি মাছ মরে ভেসে ওঠে। উপজেলার শ্রেণিখালী স্লুইসগেট থেকে মঙ্গলেরহাট পর্যন্ত ৩ কিলোমিটার খালে এ বিষ প্রয়োগ করা হয়।
এ ছাড়া স্লুইসগেট খুলে দেওয়ায় দুই হাজার বিঘা আমনের মাঠের পানি নেমে যাওয়ায় ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। এ ঘটনায় গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার পুটিখালী, বলইবুনিয়া ও দৈবজ্ঞহাটীর ইউনিয়নের ১০ কিলোমিটার বদ্ধ খালটির শ্রেণিখালী স্লুইসগেট থেকে মঙ্গলেরহাট বাজার পর্যন্ত তিন কিলোমিটারের মধ্যে সোমবার দিবাগত রাতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। পাশাপাশি তারা স্লুইসগেটের কপাটও খুলে দেন। পরে তারা রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে নিয়ে যায়। সকালে ছোট বড় অনেক মাছ মরে ভেসে ওঠে। খালের দুপাড়ের স্থানীয় গ্রামবাসীরা মরা মাছ দেখতে পেয়ে প্রশাসনকে জানায়।
স্লুইসগেট দিয়ে পানি নেমে যাওয়ায় এলাকার পুটিখালী, গজালিয়া, ভাটখালী, সোনাখালী, বলইবুনিয়া, বাসবাড়িয়া, শ্রেণিখালী, দৈবজ্ঞহাটীর গাবগাছিয়া, জোকা গ্রামের কয়েক শতাধিক কৃষকের প্রায় ২ হাজার বিঘা আমন মাঠ শুকিয়ে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
পুটিখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শিকদার খলিলুর রহমান, স্থানীয় কৃষক আব্দুল জলিল হাওলাদার, আব্দুস ছালাম হাওলাদার, গোলাম মোস্তফা, ইব্রাহিম শেখসহ কয়েকজন বলেন, খালে বিষ দিয়ে মাছ মেরে ফেলায় জলজ জীববৈচিত্র্যের ক্ষতি হয়েছে। তার চেয়ে দ্বিগুণ ক্ষতি করে ফেলেছে চলতি আমন ফসলের। এ ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম বলেন, পুটিখালী, বলইবুনিয়া খালে বিষ প্রয়োগের বিষয়টি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।