মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ২০:৪৮ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ২০:৫৬ পিএম
পিরোজপুরের মঠবাড়িয়ায় ইউনিয়ন যুবদল নেতা জামাল হাওলাদারকে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল সন্ত্রাসী। পরে আহত জামালকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার বড়মাছুয়া বাজার বিএনপির অফিস কার্যালয়সংলগ্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আহত জামাল হাওলাদার উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের উত্তর বড়মাছুয়া গ্রামের আনোয়ার হাওলাদারের ছেলে এবং ওই ইউনিয়নের জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক।
থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে যুবদল নেতা জামাল বাজারের কাজ শেষে বিএনপির অফিস কার্যালয়সংলগ্ন সড়ক থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় ধারাল অস্ত্র নিয়ে একদল সংঘবদ্ধ সন্ত্রাসী তার ওপর আক্রমণ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে আহত জামালের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
আহত জামালের চাচাতো ভাই জাহিদুল ইসলামের দাবি, স্থানীয় আওয়ামী লীগের সন্ত্রাসী রুম্মান ও সাব্বিরের নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী এ হামলা চালিয়েছে।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি, তবে হামলায় জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।