× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্রাহকের সঞ্চয়ের টাকা নিয়ে এনজিও লাপাত্তা

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ২০:৩৩ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ২০:৪০ পিএম

গ্রাহকের সঞ্চয়ের টাকা নিয়ে এনজিও লাপাত্তা

সিরাজগঞ্জের শাহজাদপুরে সহজ শর্তে ঋণ প্রদানের প্রলোভনে গ্রাহকদের সঞ্চয়ের প্রায় কোটি টাকা নিয়ে পাবলিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে একটি এনজিওর বিরুদ্ধে লাপাত্তার অভিযোগ উঠেছে।

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত কয়েকশ নারী-পুরুষ এনজিওটির অফিসের সামনে বিক্ষোভ করে। এ সময় এই বেসরকারি প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তা-কর্মচারীকে না পেয়ে অফিসে হামলা করে উত্তেজিত গ্রাহকরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

উপজেলার শক্তিপুর পশ্চিমপাড়ার নুহু প্রামাণিকের ছেলে আনিসুর রহমান রিপনের বাসার তৃতীয় তলা ভাড়া নিয়ে এনজিওটি অফিস খোলে। তত্ত্বাবধানে ছিলেন মিজান, শাকিল ও ইসমাইল নামে তিন ব্যক্তি।

ভুক্তভোগী গ্রাহকরা জানান, কয়েক মাস ধরে মিজান, শাকিল ও ইসমাইল নিজেদের পাবলিক ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামক এনজিওকর্মী পরিচয়ে পৌরশহর ও উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত দরিদ্র মানুষকে বিভিন্ন প্রলোভনে সঞ্চয়ী সদস্য করেন। এছাড়া সহজ শর্তে ঋণ প্রদানের কথা বলে লাখপ্রতি ঋণের বিপরীতে ১০ হাজার টাকা সঞ্চয় সংগ্রহ করেন। কিন্তু চলতি সপ্তাহের শুরু থেকে ঋণ প্রদানে টালবাহানা শুরু করেন। পরে গত সোমবার বিকালে কিছু গ্রাহককে ঋণ প্রদানের কথা ছিল। সেই অনুযায়ী বিকালে গ্রাহকরা ঋণগ্রহণে অফিসে এসে অফিস তালাবদ্ধ দেখতে পান। পরে তাদের প্রদানকৃত মোবাইল নম্বরে যোগাযোগ করলে বন্ধ পাওয়া যায়।

উপজেলার বাড়াবিল উত্তরপাড়ার মজনু মিয়া জানান, তার স্ত্রীকে ১ লাখ টাকা ঋণের পাশাপাশি একটি সেলাই মেশিন উপহারের লোভ দেখানো হয়েছিল। তাদের কাছ থেকে ঋণের বিপরীতে ৪০ হাজার টাকা নেওয়া হয়েছে। 

দ্বায়িপুরের আলমগীর হোসেন জানান, এ এনজিওতে তার ৮০ হাজার টাকা জমা রয়েছে। 

বাসার মালিকের স্ত্রী আলফি খাতুন বলেন, ‘১০-১২ দিন পূর্বে দুই ব্যক্তি বাসা ভাড়া নিয়েছিল। এখনও ভাড়ার চুক্তি হয়নি। চুক্তিনামা স্বাক্ষরে তাদের জাতীয় পরিচয়পত্র চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গতকাল মঙ্গলবার এসে সবকিছু করবে বলে জানিয়েছিল।’

উপজেলা সমবায় অফিসার মো. মোখলেছুর রহমান জানান, উপজেলা সমবায় অফিসে এই নামের কোনো সংস্থার রেজিস্ট্রেশন নেই।

উপজেলা সমাজসেবা অফিসার মকবুল হোসেন জানান, এই নামের কোনো সংস্থার বিষয়ে তিনি অবগত নন। উপজেলা সমাজসেবা অফিস থেকে এমন নামে কোনো সংস্থারও নিবন্ধন দেওয়া হয়নি।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা