× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ যুবদল নেতার মৃত্যু

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ২০:২৯ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ২০:৩৯ পিএম

আব্দুল মজিদ।

আব্দুল মজিদ।

নওগাঁয় দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল মজিদের মৃত্যু হয়েছে। ঘটনার ২৩ দিন পর সোমবার (২৫ নভেম্বর) রাতে নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত আব্দুল মজিদ জেলার সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে এবং ওই ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি। 

মঙ্গলবার দুপুরে মজিদের নিজগ্রাম সাহাপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হয়।

গত ২ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে শহরের ইয়াদ আলীর মোড় এলাকায় আব্দুল মজিদ দুই ভাইকে নিয়ে তাদের মুদি দোকান বন্ধ করছিল। এ সময় হঠাৎ মোটরসাইকেলযোগে অজ্ঞাত অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাদের এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে তিন সদস্যসহ চারজন গুরুতর আহত হয়। আহতদের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মজিদকে বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। গত বৃহস্পতিবার শারীরিকভাবে কিছুটা উন্নতি হলে তাকে বাড়িতে আনা হয়। কিন্তু গত সোমবার তার অবস্থার অবনতিতে ফের নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহতের বড় ভাই মোকসেদ ও বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মাহবুব হাসান বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোহাম্মদ আলী তার দুই সহযোগীকে নিয়ে আমার ভাইদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। 

নওগাঁ পুলিশ সুপার কুতব উদ্দিন জানান, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও মোটরসাইকেল উদ্ধার করেছে। হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা