× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে বিপ্লব হয়েছে কিন্তু লেজ রয়ে গেছে : টুকু

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ২০:২৮ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ২০:৩৮ পিএম

দেশে বিপ্লব হয়েছে কিন্তু লেজ রয়ে গেছে : টুকু

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে বিপ্লব হয়েছে কিন্তু লেজ রয়ে গেছে, বিএনপি সকল বাধা উপেক্ষা করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে লালমনিরহাটে বড়বাড়ি শহীদ আবুল কাসেম কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সমসাময়িক কয়েকটি বিপ্লব আমরা দেখেছি, ইরাকে ও মিসরে। যেখানে গণঅভ্যুত্থানের পরে পুলিশ থাকে না, সেখানে বিশৃঙ্খলা হওয়াটা স্বাভাবিক। বিপ্লব হওয়ার পর বিপ্লবের রেশ থাকে। এই রেশ যখন জনপতিত হয়, তখন একদল বিশৃঙ্খলা সৃষ্টি করে। আমরা বিএনপি ওই বিশৃঙ্খলার বিরুদ্ধে আছি এবং থাকব। 

তিনি বলেন, খুনি শেখ হাসিনার আদালত আমাকে নয় বছরের সাজা দিয়েছিল। দুই বছর হয় দেশে ফিরেছি। আমি হাসিনার বিচার মানি নাই। আমি বলেছি, এই বিচার মানি না এবং হাসিনার কাছে আত্মসমর্পণের কোনো অর্থ হয় না। খুনি শেখ হাসিনার কাছে মাথা নত করিনি।

জেলা বিএনপির সভাপতি ও টুর্নামেন্টের আহ্বায়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুসহ রংপুর বিভাগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা