ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ২০:২৭ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ২০:৩৭ পিএম
মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল ও দূরপাল্লার বাসে লোকাল যাত্রী পরিবহনের প্রতিবাদে ঝালকাঠি থেকে ১১ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হয়েছে। আকস্মিক বাস চলাচল বন্ধ ঘোষণার কারণে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যাত্রীরা।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল থেকে এ ধর্মঘটের ডাক দেয় ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।
জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি টিপু সুলতান জানান, মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বে-আইনি হলেও ঝালকাঠির আঞ্চলিক মহাসড়কে পুরোদমে চলছে অবৈধ মাহিন্দ্রা ও ব্যাটারিচালিত অটোরিকশা। এর পাশাপাশি দূরপাল্লার বাসে লোকাল যাত্রী পরিবহনের কারণে বাস মালিকদের লোকসানের মুখে পড়তে হচ্ছে। এ কারণে মহাসড়কে গতকাল সকালে মালিক সমিতি পূর্বের ন্যায় চেকপোস্ট বসালে তাতে বাধা দেয় স্থানীরা। এর প্রতিবাদে ঝালকাঠি থেকে বরিশাল, ভান্ডারিয়া, পিরোজপুর, মঠবাড়িয়া, বাগেরহাট ও খুলনাসহ ১১ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করা হয়েছে। এ ঘটনার সমাধান না হওয়া পর্যন্ত এসব রুটে বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঝালকাঠি বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন।