সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ২০:১৬ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ২০:২০ পিএম
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কোনো অপরিকল্পিত বাঁধ হবে না। অনিয়ম, কাজে বিলম্ব যাতে না হয় সেজন্য যতটুকু আগাম প্রস্তুতি নেওয়া প্রয়োজন আমরা নিয়েছি। বাঁধের কাজে অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) তাহিরপুরের মাটিয়ান হাওর পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন, নীতিমালা অনুযায়ী কাজ শুরু নিয়ে কারিগরি সমস্যা রয়েছে। ১৫ অক্টোবরের মধ্যে সার্ভে হওয়ার কথা। এটি করা সম্ভব হয়েছে? পানি না নামলে সার্ভে করা সম্ভব নয়। সার্ভে করা না গেলে জানা যাবে না কোথায় কোথায় ভেঙেছে, মেরামত করতে হবে।
তিনি আরও বলেন, বাঁধের কারণে ফসলের বা মাছের ক্ষতি হলে জানালে ব্যবস্থা নেওয়া হবে। বাঁধ ভেঙে যে হাওরের ফসলের ক্ষতি হয়, সেটা আগে থেকেই দেখিয়ে দিতে হবে। কোথায় কোথায় ভাঙন হয়েছে, কোথায় শক্ত করে বাঁধ দিতে হবে, সেটি দেখতে হবে। যাতে হাওরের চাষাবাদের কোনো ক্ষতি না হয়।
হাওরের পর্যটন বিষয়ে তিনি বলেন, টাঙ্গুয়ার হাওরে পর্যটন চলবে, তবে সেটি নিয়ন্ত্রিত। কত লোক আসতে পারবে, কত বোট চলবে, তারা কোন নিয়ম মেনে চলবে, প্লাস্টিক পলিথিন আনবে কি না, জোরে গান বাজাবে কি নাÑ এগুলো সবকিছু আমরা নিয়ন্ত্রণ করব। ইতোমধ্যে এই কার্যক্রমগুলো যারা করে তাদের কাছ থেকে কিছু পরামর্শ নিয়েছি। জেলা প্রশাসক সবাইকে নিয়ে মতবিনিময় করে ট্যুরিজম মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে একটি প্রয়োগযোগ্য বিধিমালা করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান, সুনামগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজ্জা, কবি নজরুল সরকারি কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর ইসলাম চৌধুরী প্রমুখ।