× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইএইচটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ১৯:৩৪ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ২০:১৯ পিএম

আইএইচটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

অনিবার্য কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বরিশালের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)। মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধ ঘোষণা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. মানষ কৃষ্ণ কুণ্ডু। বিজ্ঞপ্তিতে ২৭ নভেম্বর থেকে ছাত্রাবাস ও ছাত্রীনিবাস বন্ধ ঘোষণা করা হয়েছে।

তাই ২৭ নভেম্বর দুপুর ১২টার মধ্যে আবাসিক সব শিক্ষার্থীকে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

এদিকে শিক্ষাকার্যক্রম বন্ধ থাকলেও প্রতিষ্ঠানের দাপ্তরিক সব ধরনের কাজ চলবে বলে জানিয়েছেন অধ্যক্ষ মানষ কৃষ্ণ কুণ্ডু। তিনি বলেন, শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে আইএইচটির পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম কিছুদিন আগ থেকেই বন্ধ রয়েছে। এর মধ্যে তৃতীয় ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের দ্বন্দ্বে প্রতিষ্ঠানে থমথমে পরিবেশ বিরাজ করছে। সোমবার এক আদেশে জুনিয়র শিক্ষার্থীদের দুই দফায় মারধরের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। এ ছাড়াও ছাত্রাবাস থেকে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সতর্ক করা হয়েছে আরও এক শিক্ষার্থীকে। 

তিনি আরও বলেন, এই আদেশ দেওয়ার পরে রাতে ছাত্রাবাসে উত্তেজনা তৈরি হয়। তারা শুনেছেন, ছাত্রাবাসে সোমবার রাতে ছাত্রদের উভয়পক্ষের মধ্যে পুনরায় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। সবদিক বিবেচনা করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার পূনরাবৃত্তি না হয়, তাই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

প্রতিষ্ঠানটির রেডিওলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. সোহেল জানান, নগরীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ৬০০-৭০০ শিক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে অর্ধেকের বেশিই ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেন। এমনিতেই আন্দোলনে পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত তারা। এর মধ্যে হঠাৎ এমন সিদ্ধান্তে বেশ বিপাকে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ যদি হল বন্ধ করে দেয়, তাহলে বাড়ি চলে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা