× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ময়নামতি উপজেলা’ বাস্তবায়নের লক্ষ্যে ডিসি বরাবর স্মারকলিপি প্রদান

বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ১৯:০৪ পিএম

‘ময়নামতি উপজেলা’ বাস্তবায়নের লক্ষ্যে ডিসি বরাবর স্মারকলিপি প্রদান

কুমিল্লার ‘ময়নামতি উপজেলা’ বাস্তবায়নের লক্ষ্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আমিরুল কায়সার (ডিসি) বরাবর স্মারকলিপি দিয়েছেন ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কক্ষে এ স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসকের সঙ্গে বিস্তারিত কথা বলেন কমিটির নেতারা।

তারা বলেন, কুমিল্লা বুড়িচং উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে, গোমতি নদীর পশ্চিম পাড়ের চারটি ইউনিয়নকে (ময়নামতি, মোকাম, ভারেল্লা উত্তর ভারেল্লা দক্ষিণ) ভেঙে ‘ময়নামতি উপজেলা’ নামে একটি উপজেলা করার দাবি দীর্ঘকালের। এ জন্য এ অঞ্চলের মানুষ বিগত ৬০ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। আজ তারই প্রেক্ষিতে আপনার (জেলা প্রশাসক) কাছে স্মারকলিপি প্রদান করা। আমাদের ময়নামতিকে উপজেলায় বাস্তবায়ন করতে আপনার সার্বিক সহযোগিতা কামনা করছি।

এ সময় তারা জেলা প্রশাসকের কাছে ময়নামতি অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশার বিস্তারিত তথ্যও তুলে ধরেন।

স্মারকলিপি প্রদানকালে ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সাবেক ডিজিএম ইঞ্জিনিয়ার মো. আব্দুল মুনতাকিম, কুমিল্লা বারের সাবেক সভাপতি এডভোকেট শরিফুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা হেলাল উদ্দিন, অধ্যক্ষ, শাহাজাহান, অধ্যক্ষ বদিউল আলম, সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মবিন খান, যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. মফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক মো. জিল্লুর রহমান, সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ দিদার উল আলম দিদার, যুগ্ম সদস্য সচিব মো. আবু মুছা, যুগ্ম সচিব মাওলানা আব্দুল আউয়াল, যুগ্ম সচিব অধ্যাপক মনিরুল ইসলাম, যুগ্ম সচিব এম এম বিলাল হোসাইন (বিল্লাল ফকির), প্রবাসী বিষয়ক সম্পাদক মোহাম্মদ কবির হোসেন উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন, ময়নামতি প্রেসক্লাবের আহ্বায়ক মামশাদ কবির, সাংবাদিক মারুফ আহমেদ, সাংবাদিক গিয়াস উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ শেষে কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারি আবু এবং জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরির আমির কাজী দ্বীন মোহাম্মদের সঙ্গে সাক্ষাৎ করেন ময়নামতি উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্যরা। এ সময় তারা উপজেলা বাস্তবায়ন কমিটির সদস্যদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা