× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিন্ময় অনুসারী-পুলিশ সংঘর্ষ

রণক্ষেত্র চট্টগ্রাম আদালতপাড়া, আইনজীবী নিহত

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪ ১৮:৪৪ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৪ ১৮:৫০ পিএম

নিহত সাইফুল ইসলাম আলিফ

নিহত সাইফুল ইসলাম আলিফ

চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর সময় তার অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে আদালত ভবনের প্রবেশমুখে রঙ্গম কনভেনশন হলের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে এ সময় আদালতপাড়া যেন রণক্ষেত্রে পরিণত হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিবেদিতা ঘোষ প্রতিদিনের বাংলাদেশকে আইনজীবীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। তারা হলেন শ্রীবাস দাস, শারকু দাস, ছোটন, সুজিত ঘোষ, উৎপল ও এনামুল হক।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিন্ময় কৃষ্ণকে আদালতে হাজির করার পর শুনানি শেষে তার জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। কারাগারে নিয়ে যাওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলা হলে তার বিক্ষোভরত অনুসারীরা আদালত চত্বরে প্রায় তিন ঘণ্টা প্রিজন ভ্যান আটকে রাখেন। তাদের সরিয়ে দিতে একপর্যায়ে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। তখন বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে রঙ্গম কনভেনশন হলের সামনে অবস্থান নেন। এ সময় আদালত এলাকায় ভাঙচুর চালান তারা।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, এ সময় কিছু মানুষকে তাদের সঙ্গে সংঘর্ষে জড়াতে দেখা যায়। ওই সময় আদালতের মসজিদে হামলা হয়েছে- এমন একটি খবর ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। তাদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সাইফুল ইসলাম আলিফসহ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলিফকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (ক্রাইম) মো. রইছ উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনায় একজন আইনজীবীর মৃত্যু হয়েছে। পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন।’

কাদের হামলায় ওই আইনজীবীর মৃত্যু হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও এই বিষয়ে কিছু জানি না। বিস্তারিত জানলে বলতে পারব।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা